শাকিবের মায়ের চরিত্রে অভিনয়, মেকআপ নিয়ে যা জানালেন মাহি

ছবি: সংগৃহীত
ঈদে মুক্তিপ্রাপ্ত ১১টি সিনেমার মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির বিশেষ চরিত্রে চমক হিসেবে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে তার উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও অভিনয় আর লুকের জন্য দর্শকমহল ব্যাপক প্রশংসিত হচ্ছেন মাহি।
সিনেমাটিতে মাহি নায়িকা হিসেবে নয়, তার দেখা মিলেছিল শাকিব খানের মায়ের চরিত্রে। ৬৫ বছর বয়সী মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের চমক দেয়ার জন্যই সিনেমাটির শুটিং পর্ব থেকে শুরু করে মুক্তির আগ পর্যন্ত এ নিয়ে নির্মাতা কিংবা মাহি কেউ মুখ খুলেননি। আর সিনেমাটি মুক্তির পর থেকেই মাহির অভিনয় এবং লুক নিয়ে দর্শক মহলে চলছে নানা আলোচনা। এর মাঝেই এবার রাজকুমারে নিজের চরিত্র নিয়ে কথা বললেন মাহি।
এ চিত্রনায়িকা দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, আমি সবসময় গতানুগতিক থেকে একটু বের হতে চাই। বলা যায়, আমি যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকারা যদি মায়ের চরিত্র করতে পারেন, তাহলে আমি করলে সমস্যা কোথায়? আমার কাছে মনে হয় হিমেল আশরাফ পরিচালক হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তিনি আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। এছাড়াও রাজকুমারের প্রযোজক আরশাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি।
রাজকুমারে ৬৫ বছর বয়সী নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে একদম ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন মাহি। এ জন্য ভিন্নতা ছিল মেকআপেও। মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকের লোকেশনে। শাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে তাকে তৈরি করতে ভারত থেকে মেকআপশিল্পীকে আনা হয়েছিল। এতে নিজের মেকআপ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, মেকআপ নিতে আড়াই ঘণ্টা সময় লাগতো, আবার তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল।
রাজকুমার সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হলেও এখনো সিনেমাটি দেখেননি বলে জানান মাহি। বর্তমানে পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করতে রাজশাহীতে আছেন তিনি। চলটি সপ্তাহে ঢাকা ফিরেই সিনেমাটি দেখবেন বলেও জানান ‘অগ্নি’ খ্যাত এ নায়িকা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য