‘জায়েদ খান বিড়ির মতো সবাই শুধু টানতে চায়’

ছবি: সংগৃহীত
‘সোনার চর’র মধ্য দিয়ে দীর্ঘ একযুগ পর ঈদে মুক্তি পেল জায়েদের কোনো সিনেমা। ‘সোনার চর’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়সোর্ধ্বরা। এর মধ্যে ছবি দেখা শেষে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে এক নারী ভক্তকে। যিনি নিজেকে জায়েদ খানের অনেক বড় ভক্ত বলে দাবি করেছেন। একইসঙ্গে এই নায়ককে বাংলার সালমান খান বলেও মন্তব্য করেছেন।
সিনেমা দেখে বের হয়ে ঈদে নায়কের ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিওর ট্রলকারীদেরও একহাত নেন ওই নারী। পাশাপাশি নায়কের ক্যারিয়ারের শুরু থেকেই তার সিনেমা দেখে বলে জানান। শুক্রবার (১২ এপ্রিল) ব্লকবাস্টার সিনেমাসে তিনি বলেন, যারা জায়েদের বিড়ি গান নিয়ে ট্রল করছেন তাদের বলতে চাই, বিড়ি খাইলে হয় ক্যানসার এটা শুধু গান না, একটি সামাজিক বার্তা। বিড়ির খারাপ দিক নিয়েই এই গান।
জায়েদের ওই ভক্ত আরও বলেন, জায়েদ খানের বিয়ে হলে কান্নাকাটি করব। তবে তার বিয়েতে নাচানাচিও করার ইচ্ছা আছে। জায়েদের প্রতি উৎসবে সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। জায়েদ খান আসলে বিড়ির মতো, সবাই শুধু টানতে চায়। তার অনেকগুলো বডি গার্ড নিয়ে বুক টান করে হেঁটে চলা দেখতেও ভালো লাগে। তিনি আমার স্বপ্নের পুরুষ।
জায়েদ খানের ‘সোনার চর’ মুক্তি পেয়েছে রাজধানীর যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ ৯ টি হলে। জায়েদ খান আশা করছেন, প্রথম সপ্তাহের পরে হল বাড়বে। কেননা অনেক হলই আগ্রহ দেখিয়েছে ‘সোনার চর’ নেয়ার জন্য।
সোনার চর সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী আর জায়েদ খানের নায়িকা হিসেবে রয়েছেন নবাগতা স্নিগ্ধা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য