শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

মশিউর রহমান রাঙ্গাঁকে ফের শোকজ

৩১ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৫:৪৬
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গংগাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।আচরণবিধি লঙ্ঘন করায় শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী জজ ও রংপুর-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার এ নোটিশ প্রদান করেন।

মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ পেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামীকাল সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‌‌‌‌আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (মসিউর রহমান রাঙ্গাঁ) রংপুর-১ আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া সত্ত্বেও গত ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা আপনার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা লোকজনের মাঝে (প্রায় ৭ হাজার) একটি গরু ও চারটি খাসি জবাই করে খাবার পরিবেশন করেছেন। আপনার এমন কার্য দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়। এ ছাড়া একই বিষয়ে জালাল নামের একজন ব্যক্তির স্বাক্ষরিত রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা অভিযোগপত্র গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ‌আপনার (মসিউর রহমান রাঙ্গাঁর) এরূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১০(চ) ধারা লঙ্ঘন করেছে মর্মে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে আগামী ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD