নববর্ষের আগে মদ্যপান, বান্ধবীর ফ্ল্যাট থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এক বান্ধবীর ফ্ল্যাটে জড়ো হয়েছিলেন ২৭ বছর বয়সী প্রযুক্তিকর্মী দীবাংশু শর্মাসহ তিন বন্ধু। সিগারেটের আগুন ফেলার সময় ৩৩ তলা ভবনটির বেলকনি থেকে পিছলে নিচে পড়ে যান দীবাংশু। সেখানেই তার করুণ মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর কে.আর পুরা আবাসিক এলাকায়। স্থানীয় সময় শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তার ছেলে দীবাংশু। বৃহস্পতিবার রাতে দীবাংশু তিন বন্ধুসহ তাদের বান্ধবী মোনিকার বাসায় যান। এরপর তারা একসঙ্গে ওয়াইট ফিল্ডের মুভি থিয়েটারে সিনেমা দেখেন।
পরে ইন্দিরানগরে একটি নৈশক্লাবে পানীয় খান তারা। এরপর রাত ২টা ৩০ মিনিটে সেই ফ্ল্যাটে ফেরেন তারা। শর্মা ছাড়া অন্যরা বিভিন্ন রুমে ঘুমিয়ে পড়েন। শর্মা নির্ঘুম ছিলেন গেস্ট রুমে। এক পর্যায়ে তিনি সিগারেটের ছাই ফেলতে গিয়ে পা পিছলে বেলকনি থেকে নিচে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য