১১ বছর আগে হারিয়েছিলেন ছেলেকে, ওমরাহ করতে গিয়ে খুঁজে পেলেন মা

২৯ মার্চ ২০২৪, ৩:২২:৩৩

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর আগে ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেন তার মা-বাবা। এতবছর কোথাও খুঁজে না পেয়ে একরকম আশা হারিয়ে ফেলছিলেন তারা। এবার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সেই ছেলেকে খুঁজে পেয়েছেন মা।

গালফ নিউজ বলছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যে যখন ভয়াবহ বোমা হামলায় গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছিল তখন নিজেদের ছোট্ট সন্তানটিকে হারিয়ে ফেলে এক দম্পতি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। এক পর্যায়ে এ মাসেই ওমরাহ পালন করতে গিয়ে খুঁজে পান তাকে।

মায়ের সঙ্গে ছেলের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছে ছেলেটি। দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

এদিকে গত মে মাসে সৌদি সরকারের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে। ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য