রবি’র বসন্ত উদযাপন

২৭ মার্চ ২০২৪, ৮:২১:২২

বসন্তের আমেজকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী বসন্ত উৎসব উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাপ্রদানকারী কোম্পানি রবি।

রাজধানীতে রবির করপোরেট অফিসে সম্প্রতি ‘রবি বসন্ত উৎসব’ পালন করে রবি’র কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মীরা। প্রাণবন্ত কর্মপরিবেশে রবির কর্মীরা যে সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে, রঙিন এই উদযাপনটি তারই প্রতিফলন। সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই আয়োজন বসন্তের রঙিন চেতনাকে সবার মাঝে আরও ছড়িয়ে দেবে।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায়ও বসন্ত উৎসব উদযাপন করেছে রবির কর্মীরা।

রবি সম্পর্কে:

রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।

দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো

গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি
ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য