আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি: সামিরা খান মাহি

গেল জানুয়ারি মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘নো মেকআপ লুকে’র একটি ভিডিও ছড়িয়ে পড়ে হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহির। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। আর এতেই সোশ্যালে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। গায়ের রং নিয়ে বিদ্রুপসহ নানা নেতিবাচক মন্তব্য আসতে থাকে। এবার থালা হাতে রাস্তায় নামলেন তিনি।
‘আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে-এমন একটি ক্যাপশন লিখে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।
ওই ছবিতে দেখা যায় একটি সাদা পুরানো শাড়ি পরে এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে।
জানা গেছে, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে।
প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। একটি রিয়ালিটি শো’র মাধ্যমে ২০১৪ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকে মাহি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে পারিবারিক গোলযোগ, নীড় খোঁজে গাঙচিল, লাইফ ইন এ মেট্রো, সহ আরও অনেক ওয়েব নাটকে অভিনয় করেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য