মেয়েকে বিয়ে দিলেন শাবনাজ-নাইম, পাত্র কে
ছবি: সংগৃহীত
বৈবাহিক জীবনে দুই মেয়ের বাবা-মা বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ–নাইম। গত বছরের ২৪ ডিসেম্বর এক মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। সম্প্রতি বিষয়টি জানান এই তারকা জুটি।
ঢাকার উত্তরায় পারিবারিকভাবে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করলেও এখন সিডনিতে পড়াশোনা করতে গেছেন মাহাদিয়া।
মেয়ের নবজীবনের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাইম লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
এরপরই দোয়া চেয়ে তিনি লিখেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য