প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান

৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪০:৫৪

ছবি: সংগৃহীত

আগামী দিনের রাজনীতি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের জন্য পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জনসভায় তারেক রহমান দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ দেশ কোনো দলের বা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; এ দেশ লাখো-কোটি মানুষের এবং এর প্রকৃত মালিক এই দেশের জনগণ। 

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে মানুষ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। গুম, মিথ্যা মামলা এবং গায়েবি মামলার শিকার হওয়া সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান ভোটারদের সতর্ক করে বলেন, এখনও কিছু মহল ভোট বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে এবং এনআইডি বা বিকাশ নম্বর নেওয়ার মাধ্যমে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ২০০৮ সালের ‘বাক্সের ম্যাজিক’ এবং রেজাল্ট পাল্টে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকতে বলেন। গণতন্ত্রকে যদি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা না যায়, তবে সুশাসন ও মানুষের অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া আবারো বাধাগ্রস্ত হবে।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, তাই কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্য ধর্মাবলম্বী ধর্মীয় গুরুদের জন্য মাসিক সরকারি সম্মানীর ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রতিপক্ষকে বকাঝকা না করে নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সামনে আগামী দিনের কাজের পরিকল্পনা তুলে ধরাই একটি রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব। 

জনসভা শেষে তিনি টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন এবং তাদের দেখাশোনার দায়িত্ব সাধারণ মানুষের ওপর অর্পণ করেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য