শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের জন্য যদি শহীদ হতে হয়, আমি প্রথম শহীদ হবো: মির্জা ফখরুল

৩১ জানুয়ারি, ২০২৬ ৫:৩০:৩৯

এবার হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা ফখরুল বলছি, আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হবো, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো।’ আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের আনন্দ যে আমরা হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করছি— আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। এটা পরিষ্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে। আর স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে— হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট। এটা খুব ভালো একটা স্লোগান।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কি আপনাদেরকে বলেছি— ধানের শীষে ভোট দিলে স্বর্গে বা বেহেশতে যাওয়া যাবে? আমরা বলেছি, যেটাতে দেশের কাজ হবে। একটা দল যারা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আমার ইসলাম ধর্মে কোথাও এ কথা বলা নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘আরেকটা কথা পরিষ্কার, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই; ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমার দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম চলে গেছে; এই দেশটার জন্য। সেই সময় এই দলটা (জামায়াত) ওই পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না। সুতরাং ওই দলকে (জামায়াত) বিশ্বাস করা যায় না, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করেনি। এখন ক্ষমাও চায়নি না একবারের জন্য, ক্ষমা চায়ও নাই। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলেছি, লড়াই করেছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গিয়েছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। তার জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ।’ তিনি আরও বলেন, ‘তাই আসুন আগামী ১২ ফেব্রুয়ারি আমার মার্কা ধানের শীষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন। আপনাদের ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD