শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ

অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে রিমার্ক

৩১ জানুয়ারি, ২০২৬ ১:২৫:৪১
ছবি: সংগৃহীত

বিশ্বমানের অত‌্যাধুনিক প্রযুক্তির প‌্যাকেজিং নিয়ে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে সরব উপস্থিতি রিমার্ক এলএলসি ইউএসএ এর এফিলিয়েটেড রিমার্ক সুপার প্যাক। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চারদিনব‌্যাপী এ ফেয়ারে ব্যবসায়ীদের বিশেষ দৃষ্টি কেড়েছে তাদের প্যাভিলিয়ন। রিমার্ক উদ্ভাবিত বিভিন্ন রেঞ্জের প্লাস্টিক প‌্যাকেজিং পণ‌্য এবং মোল্ড নিয়ে আগ্রহ দেখা গেছে সববচেয়ে বেশি। এরই মধ‌্যে বিপুল পরিমান প‌্যাকেজিং অর্ডার ও অনেক কোম্পানির জন‌্য উল্লেখযোগ‌্য পরিমাণ মোল্ডের অর্ডারও নিশ্চিত করেছে তারা।

প্যাভিলিয়ন ঘুরে দেখে ব্যবসয়ীরা জানান, দেশে অত্যাধুনিক প্রযুক্তির এমন প্যাকেজিং দেখে মুগ্ধ তারা। আকর্ষণীয় এসব প‌্যাকেজিংয়ের জন‌্য প্রয়োজনীয় মোল্ডও তৈরী করা সম্ভব হওয়ায় রিমার্ক যেন স্বপ্নকে সত‌্যি করে তুলেছে।
রিমার্কের উপ-ব্যবস্থানা পরিচালক সোহেল রানা বলেন, সবশেষ অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এ মেলায় অংশগ্রহণ করেছে রিমার্ক সুপার প্যাক। তাদের প্যাকেজিং নিয়ে দেশি-বিদেশি ব্যবসয়ীদের বিপুল আগ্রহ দেখে আশাবাদি তারা।

রিমার্কের প‌্যাকেজিং বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সুমন সরকার বলেন, আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব‌্যবহার করে সর্বাধুনিক ডিজাইন ও আকর্ষণীয় সব প‌্যাকেজিং উপস্থাপন করেছি। মেলায় এসে দেশীয় ক্ষুদ্র উদ‌্যোক্তা থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোও রীতিমতো অবাক হয়েছে আমাদের প্রস্তুত করা পণ‌্য দেখে। এরই মধ‌্যে আমরা কয়েশত অর্ডার কনফার্ম করেছি, পাশাপাশি আগ্রহ দেখিয়েছে হাজারের বেশি কোম্পানি ও উদ‌্যোক্তারা।

রিমার্কের মোল্ড এন্ড ডাই বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলি রেজা বলেন, আমরা যেসব প্রযুক্তি ও উদ্ভাবনী পণ‌্য মেলায় প্রদর্শন করেছি সেগুলা অধিকাংশই অংশগ্রহনকারীদের প্রত‌্যাশার বাইরে ছিল। নিজের পছন্দমতো মোল্ড তৈরীর সুবিধা খোদ বাংলাদেশেই আমরা সম্ভব করেছি এটি অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না। কারণ এসব দেখতে তাদের বিদেশের বিভিন্ন মেলায় অংশ নেতা লাগতো। আমরা বিভিন্ন কোম্পানির বেশ কিছু মোল্ডের অর্ডার কনফার্ম করেছি। পাশাপাশি আমাদের সঙ্গে কাজ করার জন‌্য আগ্রহ দেখিয়েছে ক্ষুদ্র থেকে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। আশা করছি এই খাতে আমরা তাদের সবোচ্চ মান নিশ্চিত করে সার্ভিস দিতে পারবো।

মেলায় রিমার্কের স্টলে আসা এরফানুল কবীর নামে এক ক্ষুদ্র উদ‌্যোক্তা জানালেন, আমি রীতিমতো আশ্চর্যিত হয়েছি। বিশেষ করে রিমার্কের নিওর, সিওডিল ও অন‌্যান‌্য পণ‌্যের যেসব প‌্যাকেজিং বাজারে দেখেছি সেগুলোতে আমি আমদানি ভেবেছিলাম। কিন্তু দেশেই এই মানে উৎপাদন সম্ভব সেটি সত‌্যি আমাদের আশান্বিত করে তুলেছে। এ ধরণের প‌্যাকেজিংয়ে আমাদের পণ‌্য রফতানিমুখী হওয়া সহজ হবে।

বিপিজিমিইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, ‘এখান থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি পেতে পারি। বিশেষ করে রিমার্কের প‌্যাকেজিং খাত যে চমক দেখিয়েছে সেটা সত‌্যিই প্রশংসার দাবিদার। আমরা আশা করছি কসমেটিকসসহ অন‌্যান‌্য খাতের প‌্যাকেজিং নিয়ে আমাদের প্লাস্টিক খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD