প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক থাকবে না: হান্নান মাসাউদ

৩১ জানুয়ারি ২০২৬, ৩:১৯:২৪

এবার নোয়াখালী-৬ আসনে দশ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার লোকই থাকবে না। সবাই স্বাবলম্বী হবে। গতকাল এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন এসেছে, ফ্যামিলি কার্ডের ঘোষণাও এসেছে। তারা বৃদ্ধ ভাতা দেয়, সেটা বৃদ্ধরা পায়না। বিধবা ভাতা দেয় সেটা পায় নেতাদের বউরা। তারা ১০ টাকার চাল দেয় গরীবদের জন্য, সেটা পায় তাদের লাঠিয়ালরা। তারা এদেশের মানুষকে গরিব রেখে তাদের ওপর নির্ভরশীল করে রাখতে চায়।

আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার লোকই থাকবে না। সবাই স্বাবলম্বী হবে। আমাদের আমিরে জামায়াত ঘোষণা দিয়েছেন— আমরা সকলকে স্বাবলম্বী করে তুলবো, যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক না থাকে। হান্নান মাসাউদ বলেন, এই নোয়াখালীতে কয়েকদিন আগে দেখেছেন একজন নারীকে হেনস্তা করা হয়েছে রাজনীতি করার কারণে। এই নারী বিদ্বেষীদের বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে মন্তব্য করে হান্নান মাসাউদ বলেন, চোরে চোরে মাসতুতো ভাই। সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ একাকার হয়ে গেছে। এরা এতটাই অমানবিক কার্যক্রম করছে যে নিজের ভাইয়ের হত্যাকারীদের নিয়ে হাসিমুখে ধানের শীষের মিছিল করছে। যারা তার ভাইয়ের খুনিদের নিয়ে মিছিল করছে, তাদের বিরুদ্ধে আমাদের একতা গড়ে তুলতে হবে।

এদিকে হান্নান মাসাউদ আরো বলেন, আজকে এই সমাবেশে বলছি, ১১ দলীয় জোট ইনশাআল্লাহ্‌ সরকার গঠন করবে, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে। ভারতের গোলামী আর বাংলার মানুষ করবে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য