প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

এবার ভারতে যেতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আপত্তি

৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯:২১

এবার বাংলাদেশের বয়কট ইস্যুর পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার চরম অনিশ্চয়তায় পড়েছে। দেশটিতে নিপা ভাইরাস আতঙ্ক কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে খেলতে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও এখনই কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তবুও সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।

নিপা ভাইরাস নিয়ে শঙ্কার কারণও কম নয়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য কঠোর সুরক্ষা নির্দেশনা জারি করেছে। বিভিন্ন এশীয় বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। তবুও বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা কাটছে না।

এদিকে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, টুর্নামেন্টের কিছু ম্যাচ বা পুরো বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই—নিপা আতঙ্ক কি বিশ্বকাপের রং ফিকে করে দেবে?

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য