রংপুরে তারেক রহমানের জনসভা আজ
ফাইল ছবি
দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরে একটি জনসভায় ভাষণ দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে পৌঁছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে জনসভার জন্য মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু করা হয়।
জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে রংপুর নগরী ও আশপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান নেতারা।
দলীয় কর্মসূচি অনুযায়ী, আজ বিকেলে তারেক রহমান সড়কপথে রংপুরে পৌঁছে প্রথমে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সেখান থেকে সরাসরি রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতারা বলছেন, এই জনসভা উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য