প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে: জামায়াতে আমির

২৯ জানুয়ারি ২০২৬, ৪:২৮:০৬

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ জাম্প দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশে গড়ার কারিগর। আমরা যুবক-যুবতীদের হাতে বেকার ভাত দিয়ে অপমানিত করবো না। আমার তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য