শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ না থাকলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকে না: বিএনপি প্রার্থী এসএম জিলানী

২৯ জানুয়ারি, ২০২৬ ১১:২০:৩৭

এবার গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকে, তাহলে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকে না। আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করব, ইনশাল্লাহ।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জিলানী বলেন, নির্বাচন এসেছে আর স্বাধীনতা বিরোধীরা জোট করেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক আসছেন, মাথায় জিন্না ক্যাপ পরে। পাকিস্তানিরা যে ক্যাপ পরে এলাকায় চলাচল করত, সেই একই ক্যাপ পরে উনি সনাতনী ধর্মাবলম্বী ও মানুষকে ধোকা দেওয়ার জন্য এখানে এসে নির্বাচন করার পায়তারা করছেন। আমি কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পরে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে, ভোট নিতে চান, তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে।

টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, ৫ আগস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। কারণ ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পান। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, সংসদে পাঠান, তাহলে শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেব। আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, তাহলে শুধু ঢাকা শহর নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়ায় বুক ফুলিয়া, সিনা টান করে চলবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD