শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ

‘ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জন্য লাখ লাখ মানুষ জীবন দিতে প্রস্তুত’

২৮ জানুয়ারি, ২০২৬ ৪:০০:৩৪

এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকিমূলক বক্তব্য আর পদক্ষেপের প্রেক্ষাপটে বাহরাইনের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির জন্য লাখ লাখ মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি এ বক্তব্য দেন বলে জানিয়েছে প্রেস টিভি। শীর্ষ এই শিয়া ধর্মীয় নেতা সতর্ক করে বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ি কেবল ইরানের নয়, বরং আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্বে বিশ্বে এক অনন্য অবস্থানে রয়েছেন।

আয়াতুল্লাহ খামেনেয়ি তার গভীর ধর্মীয় শিক্ষাগত পটভূমি, আধ্যাত্মিক মর্যাদা এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে অন্য সব নেতার থেকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, তিনি এমন একজন নেতা, যার জন্য ইরানের লাখ লাখ নারী-পুরুষ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং তারা তার নির্দেশকে ধর্মীয় নির্দেশ হিসেবেই গ্রহণ করে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরাও আয়াতুল্লাহ খামেনেয়িকে সমর্থন করেন বলে জানান শেখ ইসা কাসেম। তিনি বলেন, ইরানের স্থিতিশীলতা, শান্তি ও মানবভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইরানের শীর্ষ নেতার প্রচেষ্টার পাশে আছেন সবাই।

মঙ্গলবারের বক্তব্যে শেখ কাসেম আরও বলেন, ১৩ জানুয়ারি দেশজুড়ে যে লাখো ইরানি রাস্তায় নেমে দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তা বিদেশি মদদপুষ্ট নাশকতার বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনেয়ির প্রতি জনগণের স্পষ্ট সমর্থনের প্রমাণ। ইরানে সংস্কারের পক্ষে ট্রাম্পের দাবি কেউ বিশ্বাস করবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

এর আগে, ১৭ জানুয়ারি দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, চলতি বছরের শুরুতে ইরানে সংঘটিত ব্যাপক দাঙ্গা ও সহিংসতার পেছনে থাকা সন্ত্রাসীদের সহায়তা ও মদদ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী। তিনি অভিযোগ করেন, ট্রাম্প সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD