বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ
এবার ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দল আমাকে শিক্ষা দিয়েছে, দুর্নীতিকে না বলতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি আমার পরিবার বা বিএনপির কেউ করলেও তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। এর বাইরে কোনো কথা নেই। আমি মানুষের সেবা করতে চাই। কেউ যখন দুর্নীতি করে, তখন আমার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ জনগণের পটেক মেরে তারা দুর্নীতি করে। এই মাটিতে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে ধর্মের কথা বলে। আমার ধর্ম হচ্ছে, আমি সৎ পথে থাকব। আমি আল্লাহকে ভয় পাব। আমি মানুষের সেবা করব। মানুষের পাশে থাকব। তার চেয়ে বড় ধর্ম আমার মনে হয়, জগতে নাই। আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরণের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।
উঠান বৈঠকে উপস্থিত জনগনের কাছে ভোট চেয়ে শামা ওবায়েদ বলেন, আমার সঙ্গে আপনাদের নির্বাচনের সম্পর্ক না। আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচন ও রাজনীতির সঙ্গে নেই। সুতরাং আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা একটা ভোট দিলে আমি কাজ করার সুযোগ পাব। আল্লাহতায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। যেমন আমার বাবা করে গেছেন। তিনি টাকা-পয়সা ও বাড়ি-গাড়ি বানায় নাই। তিনি ব্যাংকে দেনা রেখে মারা গেছেন।
বিএনপির এই নেত্রী বলেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসব মুখরভাবে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য