শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ

অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪

২৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৮:১০

এবার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে আরও চারজন ছিল যাদের সবাই মারা গেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ওই উড়োজাহাজে ছিলেন শরদ পাওয়ারের ভাতিজা ৬৬ বছর বয়সী অজিত, তাঁর পিএসও, একজন সহকারী এবং দুইজন ক্রু সদস্য। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ছবি ও ভিডিওতে উড়োজাহাজটি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

প্রাথমিকভাবে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য প্রাইভেট উড়োজাহাজে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘জোট’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরই তাতে আগুন ধরে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

এদিকে এনডিটিভি জানিয়েছে, অজিত পাওয়ার সকাল ৮টায় মুম্বাই থেকে রওনা হয়েছিলেন। তাঁর নিজের এলাকা বারামতিতে চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। লিয়ারজেট ৪৫ বিমানটি ভিএসআর ভেঞ্চারস দ্বারা পরিচালিত হতো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD