ইরানে আরও যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের 

২৮ জানুয়ারি ২০২৬, ১২:০১:৩৯

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্যে হুমকি সৃষ্টির অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন অবস্থায় আরেকটি নৌবহর সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েনের পর থেকে ইরানে হামলার আশঙ্কায় থমথমে গোটা মধ্যপ্রাচ্য। রণতরীটিকে সঙ্গ দিচ্ছে ডেস্ট্রয়ারসহ একাধিক যুদ্ধ জাহাজ। এমন অবস্থায় সেখানে আরও যুদ্ধজাহাজ যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ক্লিভ শহরে এক জনসভা থেকে ইরানকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চমৎকার আরেকটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েনের জন্য রওয়ানা হয়েছে। ট্রাম্প দাবি করেন গত বছরের জুনে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের কর্মসূচিতে হাতুড়ির আঘাত করেছে যুক্তরাষ্ট্র। যা গত ২২ বছর ধরে দেখার আশায় ছিলো জনগণ।

এর আগে, এক্সিওস নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন সমঝোতা করতে আলোচনায় বসার চেষ্টায় আছে তেহরান। হয়তো হামলার দরকার হবে না বললেও এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি।

এদিকে, যুদ্ধ জাহাজ মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই ফোনালাপে ক্রাউন প্রিন্স আবার আশ্বস্ত করেছেন, ইরানে হামলার জন্য সৌদির আকাশ ব্যবহার করতে দেবে না রিয়াদ। পাশাপাশি আলোচনায় সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন যুবরাজ সালমান। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য