হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান
এবার আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সামরিক মহড়া চালাতে হরমুজ প্রণালী বরাবর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ‘লাইভ-ফায়ার’ মহড়া চালাতে আকাশসীমা ব্যবহারের বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশটি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
মঙ্গলবার প্রকাশিত নোটিশে বলা হয়, সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীর আশেপাশে ‘লাইভ-ফায়ার’ পরিচালিত হবে। এতে বলা হয়, আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার এলাকার মধ্যে এই মহড়া পরিচালিত হবে। এতে আরো বলা হয়, স্থল স্তর থেকে ২৫ হাজার ফুট পর্যন্ত নির্ধারিত এলাকার আকাশসীমা ব্যবহার সীমিত থাকবে এবং মহড়ার সময়কালে বিপজ্জনক বলে বিবেচিত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তেহরানের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে সামরিক পদক্ষেপসহ সকল বিকল্প টেবিলে রয়েছে। বিপরীতে ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে মার্কিন যেকোনো আক্রমণের জবাব ‘দ্রুত এবং ব্যাপক’ হবে। হরমুজ প্রণালী একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ, যার মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যায়।
তেহরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানে হামলা চালানো হয়, তাহলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন কমান্ডার এ সতর্কতা দেন। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু, কিন্তু যদি তাদের মাটি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য