ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত তৈরি করবে বিএনপি: তারেক রহমান
এবার ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের জনসভা শেষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে গাজীপুরের রাজবাড়ি মাঠে জেলা বিএনপির সমাবেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়ী হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে গার্মেন্টস শিল্প আছে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্পখাত তৈরি করবে বিএনপি। সেখানে আরও বেশি সংখ্যায় মা-বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেখানে আমাদের তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা এ দেশে নতুন শিল্প নিয়ে আসব।’
গাজীপুরের দীর্ঘদিনের যানজট সমস্যার প্রসঙ্গ তুলে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে যানজট নিরসনে রেল ওভারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি শিল্পকারখানায় কর্মরত নারীদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে পারলেই গাজীপুর শহরের রেল ওভারপাস নির্মাণ, খাল খনন, আবাসন সমস্যার সমাধান, নারীদের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের মতো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।’ গত ১৫-১৬ বছর ভোট ডাকাতির অভিযোগ তুলে তিনি বলেন, গাজীপুরসহ সারাদেশে কীভাবে ভোট ডাকাতি হয়েছে সেটা আপনারা দেখেছেন। পুনরায় সেই ভোট ডাকাতি করতে দেবে না গাজীপুরবাসী। ২৪ এর আন্দোলনে যে ভূমিকা রেখেছিল গণতন্ত্রের জন্য গাজীপুরবাসী, ভোটের লড়াইয়েও সে লড়াই অক্ষুণ্ন রাখবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য