শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

২৭ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭:২৩
ছবি: সংগৃহীত

আজ ২৭ জানুয়ারী ২০২৬ ইং ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন মডার্ন ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, ইউএসএ এর সাবেক অধ্যাপক ড. বদরুল হুদা খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী স্পেশাল ট্রাইব্যুনাল, মহানগর দায়রা জজ আদালত এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন। বক্তরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা উচ্চশিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব সৃষ্টির গুরুত্ব নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম ও ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, আইন অনুষদের ডীন এ.বি.এম. ইমদাদুল হক খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+ (অব.), কলা অনুষদের ডীন ড. শাফিয়া আখতার, জীবন বিজ্ঞান অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ প্রমুখ। তারা উপস্থিত সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবনের শুভকামনা জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD