স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
ছবি: সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর অধীন ফার্মেসি বিভাগ গর্বের সঙ্গে ১৮তম ফার্মা উইক ২০২৬ এর উদ্বোধন করেছে। সপ্তাহব্যাপী এই সহশিক্ষা কার্যক্রম চলবে ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, লাল ফিতা কাটা, শান্তির প্রতীক হিসেবে পায়রা এবং রঙিন বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসব আয়োজন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ডিরেক্টর (মার্কেটিং) মি. মোহাম্মদ আতীকুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে ফার্মেসি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র, পেশাগত সম্ভাবনা ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজার (PMD) এবং ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মি. মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার ড. মো. হাসান কাওসার, রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন, স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম পাঠান, এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইব্রাহিম। বিভাগের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুর রশীদ।
সপ্তাহব্যাপী ফার্মা উইক ২০২৬ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে ফার্মেসি বিভাগের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য