প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

দুই পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে চেন্নাই, একদশে ফিরছেন পাথিরানা

২৬ মার্চ ২০২৪, ১১:৪৬:০৯

ছবি: সংগৃহীত

এবার চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা সদস্য হলেন মাথিশা পাথিরানা। তিনি ফিট থাকলে হয়তো চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচেই সেরা একাদশে দেখা যেতো তাকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন এই পেসার। যার ফলে গত আসরে দুর্দান্ত বল করা মাথিশা পাথিরানাকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে নামে চেন্নাই।

আর এতেই একাদশে সুযোগ পায় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। একাদশে সুযোগ পেয়েই নিজের কাটারের জাদুতে সবাইকে মুগ্ধ করেন তিনি। নিজের প্রথম ১০ ডেলিভেরিতে তুলে নেন কোহলি ফাফ ডু প্লেসিসহ ৪টি উইকেট। ঘুরিয়ে দেন ম্যাচের মোড়ও।

এদিকে জানা গেছে ম্যাচ খেলার জন্য পুরো ফিট মাথিশা পাথিরানা। পাথিরানার ম্যানেজার আমিলা কালুগালাগে জানিয়েছেন খেলার জন্য ফিট তিনি। তাকে ফিট ঘোষণা করেছে শ্রীলঙ্কার মেডিক্যাল স্টাফরাও। প্রথমে জানা গিয়েছিল পাথিরানার ম্যাচে ফিরতে চার সপ্তাহ বা তার বেশি সময় লাগবে।

তবে দ্রুত ফিট হওয়াতে স্বস্তি ফিরছে চেন্নাই শিবিরে। তাই চেন্নাইয়ের সামনের ম্যাচে প্রধান অস্ত্র হতে পারেন ধোনির প্রিয় বোলার পাথিরানা। নিখুঁত ইয়র্কার দিতে পারেন তিনি। এর আগের আসরেও চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন এই পেসার।

তাই আজ মঙ্গলবার আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুস্তাফিজ ও পাথিরানা দুজনকে মাঠে নামাবে চেন্নাই। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে। সেক্ষেত্রে দলে থেকে বাদ যাবেন গত ম্যাচের সব থেকে খুরুচে দুই বোলার তুষার দেশপান্ডে ও মাহেশ থিকশানা। স্পিনার হিসেবে আইপিএলে অভিষেক হতে পারেন বাহাতি অর্থডক্স বোলার অজয় যাদবের। আজ রাত ৮টায় গুজরাট টাইটেন্সের বিপক্ষে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা প্রথম একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র , অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি , মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), অজয় যাদবে, দীপক চাহার, পাথিরানা ও মুস্তাফিজুর রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য