শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ

আইসিসিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত রিভিউর অনুরোধ জামায়াত আমিরের

২৭ জানুয়ারি, ২০২৬ ৫:১৮:২১

এবার বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অন্তর্জাতিক ক্রিকট কাউন্সিলের (আইসিসি) নেয়া সিদ্ধান্তের রিভিউর অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এই অনুরোধ জানান তিনি। জামায়াত আমির বলেন, ‘একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত। ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজুর রহমান। এই ছেলেকে পার্শ্ববর্তী দেশ প্রিমিয়ার লিগের ম্যাচে যেতে দিল না। দেশ ও ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’

তিনি আরও বলেন, ‘বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রত্যাহার করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি দলকেই বাদ দিয়ে দিলো। এখনো সময় রয়েছে আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এর আগেও বহু দল এমন আবেদন করেছিল এবং তা মেনেও নেয়া হয়েছিল। যদি অন্যদের জন্য তাই করা হয়, তাহলে বাংলাদেশের জন্য কেন করা হবে না?’

বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশীদের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে রাখতে চাই। তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রভু হিসেবে আসতে দেব না।’ প্রত্যেকটা নারীকে মায়ের সম্মান দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে বাচ্চাটার বয়স এক বছর, সে-ও আমার মা। সে যখন বড় হবে, তখন সে-ও কোনো সন্তানের মা হবে।’

যুবকদের নিয়ে জামায়াত আমির বলেন, ‘যুবকদের হাতে আমরা বেকার তকমা দিয়ে দেব না। যুবকরা সম্মানের সঙ্গে লড়াই করে পথ বের করতে চায়। সেই যুবকদের হাত যখন দেশের প্রয়োজনে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবে, তখনই তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দেব।’ তিনি বলেন, ‘এই দেশ কীভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে স্থান করে নেবে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, দ্বীনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD