এ বছর মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা
ফাইল ছবি
চলতি বছরের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারি ১৮–১৯ থেকে শুরু হয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে। তবে এসবই চাঁদ দেখার ওপর নির্ভর করছে। সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ওকাজ পত্রিকার বরাতে জানা গেছে, জ্যোতির্বিদরা বলছেন, ২০২৬ সালে অধিকাংশ আরব দেশে রোজার সময়কাল হবে তুলনামূলক কম। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখতে হবে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। একই সঙ্গে আবহাওয়া শীতল থাকারও সম্ভাবনা রয়েছে।
রোজার সময়কাল নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে এক থেকে দুই মিনিট করে সময় বাড়বে। সে হিসাবে শেষ দশকে রোজার দৈর্ঘ্য প্রথম দিকের তুলনায় কিছুটা বেশি হবে।
ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের রোজার সময়কালে স্বাভাবিকভাবেই ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর সঙ্গে উত্তর বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ায় বেশ পার্থক্য থাকে, যা রোজার সময়ের ওপরও প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা আরও জানান, আরব দেশগুলোতে এ বছর রমজানের প্রথম দিনে রোজার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষ দিকে গিয়ে প্রায় ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
সামগ্রিকভাবে বিশেষজ্ঞদের মূল্যায়ন, ২০২৬ সালের রমজান আগের কয়েক বছরের তুলনায় সময়কাল ও আবহাওয়ার দিক থেকে বেশ স্বস্তিদায়ক হবে। সে কারণে মুসলিম দেশগুলোতে এবারের রমজান অপেক্ষাকৃত আরামদায়ক ও সুখকর কাটবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট হতে পারে, যা মাসের শেষ দিকে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়াও রোজা পালনে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। এসব দেশে শহরভেদে সামান্য তারতম্য থাকলেও রোজার সময় সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য