বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৬ জানুয়ারি, ২০২৬ ৮:৪১:৫২
ছবি: সংগৃহীত

ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার উপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগের সাথে শুনেন এবং প্রচলিত আইনী কাঠামোর মধ‍্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান ও এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোরসম্যান্ট এর সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি এর ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফ এর অনারারী সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD