শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ

আপনারা একদিন কষ্ট করুন, আমরা ৫ বছর সেবা করব: ড. মঈন খান

২৬ জানুয়ারি, ২০২৬ ৪:৪৪:৪৫

আগামী ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে সকাল সকাল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপিকে ক্ষমতায় আনা উচিত।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী-২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল দক্ষিনচরপাড়া গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। সারাদেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে : রফিকুল ইসলাম বাচ্চু

এ সময় মঈন খান বলেন, বিএনপি বাংলাদেশের কোটি কোটি দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে, ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। যেখানে সকল অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর হবে।

এদিকে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD