শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ

৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

২৫ জানুয়ারি, ২০২৬ ৭:৩৯:০৩
ছবি: সংগৃহীত

এবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার অদম্য ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজ হাতে ভ্যান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাবু লোহারের ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতি স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকরা তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) নেওয়ার পরামর্শ দেন। তবে চরম আর্থিক সংকটের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করা সম্ভব হয়নি।

স্ত্রীর চিকিৎসার কথা ভেবে নিজের ভ্যানকেই অস্থায়ী অ্যাম্বুল্যান্সে রূপ দেন বাবু লোহার। জ্যোতির কষ্ট কমাতে ভ্যানের ওপর বিছিয়ে দেন পুরোনো তোষক। এরপর সম্বলপুর থেকে যাত্রা শুরু করে কটক পৌঁছাতে তার সময় লাগে প্রায় নয় দিন। দিনে ভ্যান চালিয়ে আর রাতে রাস্তার ধারের দোকানের পাশে স্ত্রীকে নিয়ে বিশ্রাম নিতেন তিনি।

দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শেষে হাসপাতালে পৌঁছে জ্যোতি টানা দুই মাস চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি তারা বাড়ির পথে রওনা হন। তবে ফেরার পথে চৌদ্বার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় জ্যোতি গুরুতর আহত হন এবং তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে বাবু লোহার আবারও যাত্রা শুরুর প্রস্তুতি নেন। তিনি বলেন, আমাদের আর কেউ নেই। আমরা দু’জনই একে অপরের ভরসা।

এই ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মন ছুঁয়ে যায়। চিকিৎসক ডা. বিকাশ চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। স্ত্রীর জন্য বাবু লোহারের এই অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা ওই অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: এনডিটিভি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD