সোমবার ৪ আগস্ট, ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ণ

একদিনে ২৩ নেতা বহিষ্কার বিএনপির

৩১ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৩:৩৬
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বন্দর থানার সহসভাপতি আবু জহুর, মৌলভীবাজার জেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল, সাবেক সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশিদুল ইসলাম রতন, গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান (হারিজ), শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য গোলাপ হোসেন।

জানা গেছে, সরকারের পদত্যাগ দাবি ও ভোট বর্জননের আহ্বান জানিয়ে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনে সহযোগিতা ও ভোটের দিন কেন্দ্রে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তাও সব জেলায় পাঠিয়েছে দলটি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত এসব নেতারা কোনো না কোনো প্রার্থীর পক্ষে কাজ করে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD