শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ণ

কুতুবদিয়া বেড়িবাঁধ রক্ষা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: আযাদ

২৫ জানুয়ারি, ২০২৬ ১১:১৯:০৬

এবার কক্সবাজার-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা নানা প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু মানুষ যদি না বাঁচে আর ভূখণ্ড যদি রক্ষা না পায় তাহলে ওই প্রতিশ্রুতির কি মূল্য আছে? কুতুবদিয়াকে বাঁচাতে প্রয়োজন বেড়িবাঁধ। আর বেড়িবাঁধ রক্ষা করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন। গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আফসোসের কারণ নেই, উচ্চকক্ষে একশ সিট আছে। পার্লামেন্টে পিআর পদ্ধতিতে কোন দল কোন প্রার্থী কত ভোট পেল সেটি যোগ হওয়ায় আপনারা সেখানে এমপির সংখ্যা বাড়াতে পারবেন।

এসময় তিনি আরও বলেন, জেতাটা বড় কথা নয়, কত বেশি ব্যবধানে জিততে পারি সেটাই বিষয়। প্রতিদ্বন্দ্বিকে কখনো ছোট করে দেখবেন না, এজন্য আপনাদের আরো বেশি পরিশ্রম করতে হবে। কুতুবদিয়া-মহেশখালীর ভাইয়েরা যেন বলতে পারে বাংলাদেশের সব আসনের চাইতে সবচেয়ে বেশি ব্যবধানের ভোটে আমরা এই আসনে জয়ী হব ইনশাআল্লাহ।

গত ২০০৮ সালের নির্বাচনে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই আসনে জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদও দুইবার সংসদ সদস্য ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD