সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
ফাইল ছবি
এক কোটি ৮০ লাখ ৩৯ হাজার ৭৮০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী মো. বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি করেন।
রোববার (২৪ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। মামলা দুটির মধ্যে বাবলুর স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকা অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। বাবলুর নামে পাওয়া যায় ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের বগুড়া কার্যালয় সূত্র জানায়, সাবেক এমপি রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ২০২১ সালের ৭ মার্চ চিঠি দেয় দুদক। ওই চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদের দুদকের বগুড়া কার্যালয়ে হাজির হতে বলা হয়। এরপর একাধিকবার সময় বাড়িয়ে নেয়ার পর সম্পদের ব্যয় বিবরণী জমা দেন বাবলু। এমপি ও তার পরিবারের সম্পদের বিবরণী জমা দেয়ার পর অনুসন্ধানে নেমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের হদিস পান দুদক কর্মকর্তারা। সেই তথ্যের ভিত্তিতে মামলা হয়।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু। এর আগে আগ্নেয়াস্ত্র হাতে বাবলুর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিলো
একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, এক সময়ের সাংবাদিক বাবলুর পাঁচ বছরের ব্যবধানে আয় ৭২৪ গুণ বেড়েছে। রেজাউল করিম বাবলুর স্ত্রী বিউটি বেগম ২০১৮ সাল পর্যন্ত আয়-রোজগার করতেন না। স্বামী সংসদ সদস্য হওয়ার পর তিনি কোটিপতি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য