হাত পাখায় ভোট দিলে দুনিয়া ও আখিরাতে শান্তি মিলবে: রেজাউল করিম
ছবি: সংগৃহীত
হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আগনগর খেলার মাঠে ঢাকা-৩ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন ।
তিনি বলেন, বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি জোট বলেন অথবা জামায়াত জোট বলেন তারা কেউ ইসলামকে ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য। সেদিক থেকেই বলছি ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি পাবেন এবং আখেরাতে মুক্তি পাবেন।
তিনি আরো বলেন, আমরা যদি ইসলামী নীতি আদর্শ যদি রাষ্ট্রীয় পর্যায়ে দেখাতে পারি এবং আমার মন বলছে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা একমাত্র এই তিনটি বাস্তবায়নের নাম হবে ইসলাম।
উপস্থিত নেতাকনীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী এখনো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেননি। আমি তাদেরকে অনুরোধ করব প্রার্থী বড় কথা নয় মার্কা বড়। অনেকেই আমাদের জনসমর্থন নেই বলে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।
ঢাকা-৩ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সুলতান আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনের জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনতাসির আহমদ, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য