বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
ছবি: সংগৃহীত
দেখতে দেখতে শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি আসর। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের নিলামের টেবিলেই শক্তিশালী দল গড়ে আলাদাভাবে নজর কেড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। এবার দলগত পারফরম্যান্স করেই শিরোপা জিতল দলটি। তবে শিরোপা জিতলেও আসরে শীর্ষ ব্যাটার-বোলার হিসেবে রাজশাহীর কেউই নাম লেখাতে পারেননি।
এবারের বিপিএলে সেরা ৫ ব্যাটার
১. পারভেজ হোসেন ইমন (সিলেট টাইটান্স) – ১২ ম্যাচে ৩৯৫ রান; সর্বোচ্চ ৬৫; ৩ ফিফটি।
২. তাওহীদ হৃদয় (রংপুর রাইডার্স) – ১১ ম্যাচে ৩৮২ রান; সর্বোচ্চ ১০৯; ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি।
৩. তানজিদ হাসান তামিম (রাজশাহী ওয়ারিয়র্স) – ১৩ ম্যাচে ৩৫৬ রান; সর্বোচ্চ ১০০; ১ ফিফটি ও ১ সেঞ্চুরি।
৪. নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) – ১৩ ম্যাচে ৩৫৫ রান; সর্বোচ্চ ১০১; ১ ফিফটি ও ১ সেঞ্চুরি।
৫. ডেভিড মালান (রংপুর রাইডার্স) – ৯ ম্যাচে ৩০০ রান; সর্বোচ্চ ৭৮; ৩টি ফিফটি।
এবারের বিপিএলে সেরা ৫ বোলার
১. শরিফুল ইসলাম (চট্টগ্রাম রয়্যালস) – ১২ ম্যাচে ২৬ উইকেট; সেরা বোলিং ৯/৫
২. নাসুম আহমেদ (সিলেট টাইটান্স) – ১২ ম্যাচে ১৮ উইকেট; সেরা বোলিং ৭/৫
৩. রিপন মন্ডল (রাজশাহী ওয়ারিয়র্স) – ৮ ম্যাচে ১৭ উইকেট; সেরা বোলিং ১৩/৪
৪. হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস) – ১০ ম্যাচে ১৬ উইকেট; সেরা বোলিং ২৬/৪
৫. বিনুরা ফার্নান্ডো (রাজশাহী ওয়ারিয়র্স) – ১১ ম্যাচে ১৬ উইকেট; সেরা বোলিং ১৯/৪
এ ছাড়া এবারের বিপিএলে সেরা ব্যক্তিগত ইনিংস খেলেছেন রংপুর রাইডার্সের ব্যাটার তাওহিদ হৃদয়ের। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১০৯ রান করেন তিনি। সর্বোচ্চ ১৯ ছক্কা মেরেছেন সিলেটের পারভেজ হোসেন ইমন ও রাজশাহীর তানজিদ হাসান তামিম। এবার সেঞ্চুরি হয়েছে চারটি, হাসান ইসাখিল, হৃদয়, শান্ত ও তানজিদের। সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন দাস ও তানজিদ। এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহে কেউ দুইশ পার করতে পারেনি। চট্টগ্রাম সিলেটের বিপক্ষে সর্বোচ্চ ১৯৮ রান করেছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য