‘ফ্যামিলি কার্ড’ ভুয়া: ডা. তাহের
ছবি: সংগৃহীত
তথাকথিত ‘ফ্যামিলি কার্ড’ সম্পূর্ণ ভুয়া এবং এটি ব্যবহার করা বেআইনি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।
জামায়াতের নায়েবে আমির বলেন, চিফ ইলেকশন কমিশনারও বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছেন। যারা এই কার্ড বহন করবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করবে। এসব কার্যক্রম নির্বাচনের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবসমাজ, কখনোই তা হতে দেবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসার চিন্তা করছে, তাদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন ঘর থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ তারিখ দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে। জনগণের সমর্থনে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য