আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান করল বাংলাদেশ
ফাইল ছবি
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে প্রতিবেশী মিয়ানমার। তবে দেশটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে মিয়ানমার কর্তৃক জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান হিসেবে ন্যায্যতা দেয়ার পাশাপাশি ২০১৬-১৭ সময়কালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংস অপরাধ থেকে মনোযোগ সরানোর চেষ্টা বলে আখ্যায়িত করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিজেতে মিয়ানমার কর্তৃক সাম্প্রতিক আবেদনের প্রতি বাংলাদেশ গুরুতর আপত্তি জানিয়েছে। যেখানে অবৈধ অভিবাসনের আখ্যান তৈরি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিকে আরও শক্তিশালী করার জন্য রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগত গোষ্ঠী, যা ১৭৮৫ সালে বর্মণ রাজ্যের অংশ হওয়ার আগেও আরাকানে শতাব্দী ধরে বিকশিত হয়েছিল। পুরাতন আরাকানের রাজধানী মায়ো-হাউং বা ম্রো-হাউং বা রোহাউং-এ তাদের উপস্থিতির কারণে তাদের চট্টগ্রামের রোশাং বা রোহাং এবং বৃহত্তর বাংলায় সম্প্রসারিতভাবে বলা হতো। তাই, শুরুতে এটি একটি স্পষ্ট বহির্নামের ঘটনা ছিল। যখন বার্মায় রোহিঙ্গারা ধীরে ধীরে প্রান্তিকীকরণের তীব্রতর প্রক্রিয়ার মধ্যে পড়তে শুরু করে, তখন সম্প্রদায়টি আত্মপরিচয়ের জন্য রোহিঙ্গা নামকরণ গ্রহণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বার্মার আরাকান এবং বর্তমান রাখাইনের সঙ্গে তাদের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিক শিকড় রয়েছে। এই অঞ্চলে তাদের উপস্থিতি আধুনিক সীমান্তেরও পূর্ববর্তী এবং ঐতিহাসিক রেকর্ড, ঔপনিবেশিক জনসংখ্যার বিবরণ এবং স্বাধীনভাবে সুপ্রতিষ্ঠিত। বার্মার স্বাধীনতার কয়েক দশক আগে আরাকানে বসবাসকারী রোহিঙ্গাদের বিদেশি বা অভিবাসী হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা ঐতিহাসিক তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন জারির আগ পর্যন্ত রোহিঙ্গারা মিয়ানমারের রাজনীতি, সমাজ এবং সরকারের অবিচ্ছেদ্য অংশ ছিল, যখন মিয়ানমার সরকার কেবল জাতিগত-ধর্মীয় বিবেচনায় তাদের রাষ্ট্র ও সমাজ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। একটি সম্প্রদায়কে ধ্বংস করার পরিকল্পিত অংশ হিসেবে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে প্রান্তিকীকরণ সত্ত্বেও রোহিঙ্গারা ভোটাধিকার ভোগ করে চলেছে, যতক্ষণ না ২০১৫ সালের সাধারণ নির্বাচনের সময় তারা সম্পূর্ণরূপে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমার তাদের সমান অধিকার এবং মিয়ানমার সমাজের সমান সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যায্য সাংবিধানিক গ্যারান্টি থেকে ক্রমাগতভাবে বঞ্চিত করে আসছে। একটি সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের পরিকল্পিত ধ্বংসের এই প্রক্রিয়ার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তাদের রাষ্ট্রহীন করার জন্য রাখাইন থেকে উচ্ছেদ করা হয়েছিল। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং ভাষা রয়েছে, যা চিটাগাংয়ের উপভাষার সঙ্গে মিল থাকা সত্ত্বেও বাংলা থেকে সম্পূর্ণ আলাদা। রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে ডাকার পদ্ধতিগত প্রচেষ্টা তাদের আত্মপরিচয়ের সহজাত অধিকারকে অস্বীকার এবং তাদের বর্জনের ন্যায্যতা প্রমাণের জন্য নামকরণ বিতর্ক ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং মানবাধিকারসহ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য মিয়ানমার রাষ্ট্র কর্তৃক তাদের ‘বাঙালি’ হিসেবে শ্রেণিবদ্ধ করা একটি পদ্ধতিগত অভিযানের অংশ ছিল। যদিও ১৯৭৮ সালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তিতে এই সম্প্রদায়কে বার্মার বৈধ বাসিন্দা হিসেবে বিবেচনা করা হয়েছিল। পরবর্তী দ্বিপাক্ষিক চুক্তিতে (রোহিঙ্গা) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই বৈধ বাসিন্দাদের মিয়ানমার সমাজে সমান সদস্য হিসেবে একীভূত করার নিশ্চয়তা দেয়া হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে মিয়ানমার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য