শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ণ

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ

২৩ জানুয়ারি, ২০২৬ ৩:১৬:৩৮
ছবি: সংগৃহীত

১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি। এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান রইল।

আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, জনগণের প্রকৃত বিজয় নিয়ে আসব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্র দখল, সিল মারার পাঁয়তারা থাকলে, সেই পাঁয়তারা আপনারা আগেই ভুলে যান। সেই পাঁয়তারা সফল হবে না।

গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেব। ‘হ্যাঁ’ আমাদের সংস্কার, ‘হ্যাঁ’ সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব। ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা সংবিধান পরিবর্তন করে সুশাসন নিশ্চিত করব। আমরা বৈষম্য ও দুর্নীতিকে না বলব।

নিজ নির্বাচনি এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট, চাঁদাবাজী। আমরা সব সমস্যার সমাধান করব। এই এলাকার অনেক মাঠ দখল হয়ে আছে। আমরা এসব মাঠ উদ্ধার করব, সেখানে আমাদের শিশুরা খেলাধুলা করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD