শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ

নবী করিম (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ গঠন করবে বিএনপি: তারেক রহমান

২২ জানুয়ারি, ২০২৬ ৫:২৮:৪৭

এবার বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরুর দিনে সিলেটে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি। এসময় তারেক রহমান বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেরে নেয়া হয়েছে— বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে ‘ এছাড়া সারা দেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি। বেলা সাড়ে ১২টা নাগাদ সিলেটের আলিয়া মাদ্রাসার খেলার মাঠে আয়োজিত এ জনসমাবেশে উপস্থিত হন তিনি। এর আগে, গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালাল মাজার জিয়ারতে। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।

এরপরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় ধানের শীষে ভোট চান। সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD