বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নিলে প্রতিরোধের আহ্বান বিএনপি প্রার্থী মিন্টুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপি প্রার্থী এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফেনীর দাগনভূঞাতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এদিকে মতবিনিময়কালে আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। তিনি বিষয়টিকে অনৈতিক ও আইনবিরুদ্ধ আখ্যা দিয়ে সাধারণ মানুষকে এসব কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানান।
তার বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীর করা মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার নামে হত্যা ও অস্ত্র মামলার যে অভিযোগ আনা হয়েছে, তা মূলত ভুল বোঝাবুঝির ফল। একই নামের অন্য এক ব্যক্তির মামলার তথ্য ব্যবহার করে তার মনোনয়ন বাতিলের চেষ্টা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে তাকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা প্রতিটি প্রার্থীর অধিকার। একই সঙ্গে ভোট চাওয়ার অধিকার নিশ্চিত রেখে একটি নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য