তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু এনসিপির
২২ জানুয়ারি ২০২৬, ৫:২১:৪১
এবার তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে দলের কার্যক্রমের সূচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, আধিপত্যের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। এরপর তারা শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করবেন।
প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে বলে জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য