শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ

পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত

২২ জানুয়ারি, ২০২৬ ৯:৪০:১৯

এবার পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত মিলেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল) নতুন খনির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ খনির সন্ধান মিলেছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানায়, কোহাট জেলার বারাগজাই এলাকায় অবস্থিত অনুসন্ধানী কূপ বারাগজাই এক্স-০১ (স্ল্যান্ট) থেকে দৈনিক প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮ দশমিক ১৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমসিএফডি) প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

এদিকে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের বরাতে জানানো হয়, সামানা সুক ও শিনাওয়ারি গঠনে পরিচালিত সফল কেসড হোল ড্রিল স্টেম টেস্ট-০৩–এর পর এই আবিষ্কার নিশ্চিত করা হয়। ওজিডিসিএল জানায়, একই কূপে এক মাসের মধ্যে এটি তৃতীয় তেল-গ্যাস আবিষ্কার। চলতি মাসের শুরুতে ডাটা ফরমেশন থেকে একটি আবিষ্কারের কথা জানানো হয়। এর আগে গত মাসে প্রথম আবিষ্কারের ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, এই আবিষ্কার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়ক হবে এবং ওজিডিসিএলের যৌথ অংশীদার ও দেশের হাইড্রোকার্বন মজুত বৃদ্ধি করবে। প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের মধ্যে বারাগজাই কূপে হওয়া আবিষ্কারগুলো থেকে মোট প্রায় ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল প্রতিদিন যোগ হয়েছে। এটি পাকিস্তানের বর্তমান দৈনিক দেশীয় তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

এর আগে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে অনুসন্ধানের জন্য পাঁচটি তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষর করে। এসব প্রকল্পে অংশ নিচ্ছে মারি এনার্জিস, ওজিডিসিএল, পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড, ফাতিমা পেট্রোলিয়াম, গভর্নমেন্ট হোল্ডিংস লিমিটেড এবং তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও)। এছাড়া গত নভেম্বরে পাকিস্তান সরকার ৪০টি অফশোর ব্লক নিলামে তোলে। এসব নিলামে চারটি কনসোর্টিয়ামের কাছ থেকে ২৩টি দরপত্র পাওয়া যায়। এসব কনসোর্টিয়াম অনুসন্ধান পর্যায়ে প্রায় ৮ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সর্বোচ্চ ১০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD