এবার ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করল ইরান ও বলিভিয়া
এবার বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণকারী ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৬’-এ ভারতের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। সূচকে ভারত ৮৫তম স্থান থেকে উঠে এসেছে ৮০তম অবস্থানে। তবে এই অগ্রগতির মাঝেই ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করেছে দুটি দেশ—ইরান ও বলিভিয়া।
এদিকে ইরানে প্রবেশের ক্ষেত্রে এখন ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা অব্যাহতির সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ভারতীয়দের চাকরি বা অন্য দেশে যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ইরানে পাঠিয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাঁদের অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে ২০২৫ সালের ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইরানে ভিসামুক্ত প্রবেশ স্থগিত করা হয়।
বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে অবশ্যই ভিসার জন্য আবেদন করতে হবে। পাশাপাশি, ভিসামুক্ত ট্রানজিটের প্রলোভন দেখানো এজেন্টদের ব্যাপারে সতর্ক থাকতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতেও ভারতীয়দের ভিসা নীতিতে পরিবর্তন এসেছে। সেখানে যেতে এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে।
অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথি আপলোড এবং ফি পরিশোধের মাধ্যমে এই ই-ভিসা প্রদান করা হবে, যা ডিজিটালভাবে ইস্যু করা হবে এবং ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। উল্লেখ্য, ২০২৫ সালে বলিভিয়া ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা চালু করেছিল। এর ফলে আগাম অনুমতি ছাড়াই যাত্রীরা বিমানবন্দরে ফরম পূরণ ও ফি পরিশোধ করে প্রবেশ করতে পারতেন, যা কার্যত ভিসামুক্ত সুবিধার সমতুল্য ছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য