বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ

আমি ক্ষমা করব না, গোবিন্দের পরকীয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুনিতা

১৯ জানুয়ারি, ২০২৬ ১২:১৮:৪৭
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। গোবিন্দের একাধিক পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়েছে বিভিন্ন সময়। এবার এসব গুজব নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন সুনিতা আহুজা।

সম্প্রতি মিসমালিনির একটি পডকাস্টের প্রোমোতে সুনিতা আহুজাকে বলতে শোনা যায়, এ রকম মেয়েরা অনেক আসে, কিন্তু তুমি একটু বোকা। তোমার বয়স এখন ৬৩। টিনার বিয়ে দিতে হবে, যশের ক্যারিয়ার আছে। আমি গোবিন্দকে ক্ষমা করব না। তিনি আরও বলেন, আমি নেপালের মেয়ে। খুকরি বের করলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বলি, সাবধান হও, এখনও সময় আছে।

ছেলে যশবর্ধনের ক্যারিয়ার নিয়ে গোবিন্দের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সুনিতা। তিনি বলেন, গোবিন্দের ছেলে হয়েও ও কখনও বাবাকে বলেনি ‘আমার একটু সাহায্য করুন।’ আবার গোবিন্দও ওর জন্য তেমন কিছু করেনি। আমি ওর মুখের ওপর বলেছি তুমি বাবা নাকি কিছুই না?

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গোবিন্দ ও সুনিতার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। কয়েকটি সাক্ষাৎকারে ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ইটাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, কয়েক মাস আগে সুনিতা নাকি আলাদা থাকার নোটিশ পাঠিয়েছিলেন, যদিও পরে তাতে আর অগ্রগতি হয়নি। তবে সব জল্পনার মধ্যেই কয়েক মাস আগে গণেশ চতুর্থীর সময় একসঙ্গে প্রকাশ্যে আসেন গোবিন্দ ও সুনিতা। তখন সুনিতা স্পষ্ট ভাষায় বলেন, তাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই।

এদিকে, চলতি বছরের শুরুতে গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, অতিরিক্ত শরীরচর্চার কারণে ক্লান্তি থেকেই তিনি অসুস্থ হন। একই দিন হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা।

এই ঘটনা প্রসঙ্গে সুনিতা জানান, তিনি শহরের বাইরে থাকায় গোবিন্দের অসুস্থতার খবর প্রথমে একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারেন। নিজের ভ্লগে তিনি বলেন, গোবিন্দ পুরোপুরি সুস্থ। নতুন সিনেমা ‘দুনিয়াদারি’র জন্য অতিরিক্ত ব্যায়ামের করতে গিয়ে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। এখন চিন্তার কিছু নেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গোবিন্দ নিজেও বলেন, অতিরিক্ত ব্যায়ামের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পাশাপাশি ভক্তদের নিয়মিত যোগ ও প্রাণায়াম করার পরামর্শ দেন অভিনেতা।

উল্লেখ্য, ১৯৮৭ সালের মার্চে গোবিন্দ ও সুনিতা আহুজার বিয়ে হয়। বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল তাদের মেয়ে টিনা জন্ম নেয়া পর্যন্ত। ১৯৮৮ সালে জন্ম নেয় টিনা এবং ১৯৯৭ সালে তাদের ছেলে যশবর্ধন।

সূত্র: এনডিটিভি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD