পর্দায় শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি!
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। যে সিনেমাকে ঘিরে চমকের শেষ নেই।
ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। যেখানে দেখা মিলেছে নিউইয়র্কের ঐতিহাসিক ‘স্ট্যাচু অফ লিবার্টি’র সঙ্গে শাকিব খানের ছবি।
দুই একদিনের মধ্যেই প্রকাশ পাবে সিনেমার প্রথম গান, যে গানকে বছরের সেরা গান হিসেবে মন্তব্য করেছেন রাজকুমার পরিচালক হিমেল আশরাফ।
এসবেই শেষ নয়। এরই মধ্যে প্রযোজক আরশাদ আদনান ঘোষণা দিয়েছেন, সিনেমাটির ট্রেলার দেখানো হবে শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায়। প্রায় কোটি টাকা খরচ করে হবে সেই আয়োজন।
দেশের বিভিন্ন অংশে ধারণ করা এই ছবির শুটিংয়েও ছিল বেশ নীরবতা। শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বাদে কে কে থাকছেন সিনেমায়, সেটাও শুরু থেকেই গোপন রেখেছেন নির্মাতারা।
তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান।
মাহির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘রাজকুমার সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে।’
পরিচালক হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এই সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ।
গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।
জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য