শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ

অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের সাবেক স্ত্রী

১৬ জানুয়ারি, ২০২৬ ৭:০৬:১০
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জন আর নেটিজেনদের জল্পনা-কল্পনার অবসান কাটিয়ে সম্প্রতি বিয়ে করেছেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। গত ১৪ জানুয়ারি রাজধানী ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে সম্প্রতি রাফসান ও জেফারের বিয়ে হলেও গত কয়েক বছর ধরেই তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন ছিল। মূলত ডা. সানিয়া এশার সঙ্গে যখন রাফসান বিচ্ছেদের ঘোষণা দেন, তখন থেকেই গুঞ্জনের শুরু। আর সদ্য রাফসানের বিয়ে হওয়ার দু’দিন পর নীরবতা ভেঙেছেন তার প্রথম স্ত্রী ডা. সানিয়া এশা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কারও নাম উল্লেখ না করেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সানিয়া এশা। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।’

তিনি লিখেছেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি—অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।’


এ চিকিৎসক লিখেছেন, ‘এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময় আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না।’

সবশেষ সানিয়া এশা লিখেছেন, ‘আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই- ডা. এশা। একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।’

প্রসঙ্গত, এটি জেফারের প্রথম বিয়ে হলেও রাফসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান। এর কয়েক বছর পরই বিচ্ছেদ হয় তাদের। ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান।

রাফসান দেশের আলোচিত উপস্থাপকদের একজন। কলেজে পড়ালেখার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। যা এখন জনপ্রিয় শোর মধ্যে অন্যতম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD