নির্বাচনী প্রচারণায় ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মানিকগঞ্জ পৌরসভা, সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ছয়জন দলীয় প্রার্থী থাকলেও নেই নিজদলের স্বতন্ত্র প্রার্থী। তাই অনেকটা চাপমুক্ত তিনি।
ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সঙ্গে থাকছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে সচেতন থাকতে হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় হবে। আওয়ামী লীগ সরকার গঠন করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য