ধানের শীষের স্লোগান দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে
এবার মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানের শীষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মো. আজগর আলী (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জাসদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাজাহান আলী সাজুর চাচাতো ভাই মনির হোসেন এই অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত ওই কর্মীকে এলাকাবাসী উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আহতের চাচা মো. বাবুল মিয়া। ভুক্তভোগী ওই গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, আজগর আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের স্লোগান দিচ্ছিলেন।
এসময় জাসদ প্রার্থীর ভাই মনির হোসেন তাকে বাধা দেন এবং ধানের শীষের পরিবর্তে তাদের নির্বাচনী প্রতীক ‘মোটর গাড়ি’ মার্কার পক্ষে স্লোগান দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু আজগর তাতে অস্বীকৃতি জানিয়ে পুনরায় ধানের শীষের স্লোগান দিলে মনির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ওপর হামলা চালান। এসময় আজগরের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আহতের চাচা মো. বাবুল মিয়া বলেন, কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে একজন প্রতিবন্ধী মানুষের ওপর এভাবে হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর বিচার চাই। সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য