নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন
এবার ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার লোভে নয় বরং জনগণের সেবক হিসেবে তিনি আজীবন কাজ করে যেতে চান। তিনি বলেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, আপনাদের প্রতিবেশী হিসেবে সব সমস্যা নিরসনে আমি জোরালো ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৩৯নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইশরাক হোসেন এলাকার প্রধান সমস্যাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, তীব্র গ্যাস সংকট। বর্তমানে বাসা-বাড়িতে রান্নার গ্যাসের যে সমস্যা চলছে তা প্রকট আকার ধারণ করেছে। এর ফলে স্কুলগামী শিশু ও কর্মজীবীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি বায়ুদূষণের ফলে এলাকায় রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
এছাড়াও, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বর্ষায় জলাবদ্ধতা এবং অসাধু মহলের চাঁদাবাজিকে এলাকার উন্নয়নের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। ২০১৮ সালের নির্বাচনের আগে লোভনীয় অফার থাকা সত্ত্বেও তিনি দেশ ও জনগণের স্বার্থ ত্যাগ করেননি। তিনি অসুস্থ অবস্থায় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণার কথা উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা বা আশঙ্কার মধ্যে থাকবেন না। ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখব। আপনারা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য