ফের জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৩:২০

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন মাসুমা হাদি বলেন, ‘আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, তাহলে আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই। তার একটাই পরিচয় বাংলাদেশপন্থি। তার অনুসারীরাও বাংলাদেশের পক্ষেই দালালি করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। তারা ক্ষমতার জন্য দালালি করে না।

এদিকে ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ে হাদির বিচারের দাবিতে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এতে মানুষ ভয় পায়নি, বরং আরও ক্ষুব্ধ হয়েছে। ভয় না পেয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাই।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য